নিউজ ডেস্ক: সিলেট বিভাগে নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন মোটরসাইকেল আরোহী। এক মাসে মোট ২৯টি দুর্ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। পাশাপাশি আহত হয়েছেন ৩৪ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদন সূত্রে বুধবার সকালে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, সিলেটের চারটি জেলার মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেটে। নভেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৯ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৭ জন মোটরসাইকেল আরোহী, ৯ জন সিএনজিচালিত অটোরিকশাচালক, লেগুনাচালক ও যাত্রী এবং ছয়জন পথচারী রয়েছেন। নিহত ৩২ জনের মধ্যে ২৪ পুরুষ, পাঁচজন নারী ও তিনজন শিশু।
নিরাপদ সড়ক চাই–এর কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল, দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে। এর আগে অক্টোবরে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল নিসচা সিলেট বিভাগ।